প্রাথমিক সমাপনী রেজাল্ট প্রকাশিত হবে ২৪ ডিসেম্বর ২০১৮ তারিখে। পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের পিএসসি এবং মাদ্রাসা শিক্ষার এবতেদায়ি শিক্ষার্থীদের ইবিটি রেজাল্ট একই সাথে প্রকাশিত হবে।
সকাল ১০টায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী গণভবনে প্রধান্ত্রীর কাছে আনুষ্ঠানিকভাবে ফলাফল হস্তান্তর করবেন। রেওয়াজ অনুযায়ী, প্রধানমন্ত্রীর হাতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এবং শিক্ষামন্ত্রী কর্মকর্তাদের নিয়ে ফলের অনুলিপি তুলে দেন। এরপর সংবাদ সম্মেলন করে দুই মন্ত্রণালয় পূর্ণাঙ্গ ফল প্রকাশ করে। এরপরই ফল জানতে পারেন পরীক্ষার্থীরা ।
২৪ ডিসেম্বর রেজাল্ট প্রকাশের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বই উৎসবেরও উদ্বোধন করবেন। অন্যান্য বছরের মতোই ৩০ ডিসেম্বর ভোটের পর সারাদেশে পাঠ্যপুস্তক উৎসবের দিন শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে।
শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা এসব তথ্য নিশ্চিত করেছেন।
প্রাথমিক শিক্ষা ও এবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা শেষ হয় ২৬ নভেম্বর। পরীক্ষা সমাপনী পরীক্ষা শুরু হয়েছিল গত ১৮ নভেম্বর ২০১৮ তারিখে। ছয়টি বিষয়ের প্রতিটিতে ১০০ করে মোট ৬০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার পরীক্ষার বহুনির্বাচনী প্রশ্ন (এমসিকিউ) বাদ দেওয়া হয়।
প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনীতে এবছর ৩০ লাখ ৯৫ হাজার ১২৩ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে। এরমধ্যে প্রাথমিক সমাপনীতে ২৭ লাখ ৭৭ হাজার ২৭০ জন। আর ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় ৩ লাখ ১৭ হাজার ৮৫৩ জন পরীক্ষার্থী অংশ নেয়।
প্রাথমিক শিক্ষা ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফল প্রকাশের জন্য ২৬ থেকে ২৭ ডিসেম্বর বা সুবিধাজনক সময়ের মধ্যে প্রকাশের জন্য প্রধানমন্ত্রীর দফতরে অনুরোধ-প্রস্তাব পাঠানো হয়েছিল।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ২৪ ডিসেম্বর ফল প্রকাশের জন্য সময় দেওয়া হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। গত কয়েক বছর ধরে একই দিন দুই সামপনী পরীক্ষার ফল প্রকাশিত হয়েছিল।
যেভাবে দেখা যাবে সমাপনী রেজাল্ট:
প্রাথমিক সমাপনী এবং এবতেদায়ি সমাপনী পরীক্ষার রেজাল্ট এক ও অভিন্ন পদ্ধতিতে দেখা যাবে। ফলাফল দেখা যাবে ওয়েব সাইট এবং এসএমএস পাঠিয়ে। দুপুর ১২টার পর থেকে ফলাফল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েব সাইট এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েব সাইট থেকে। এছাড়া dperesult.teletalk.com.bd ওয়েব সাইট থেকে পরীক্ষার্থীরা তাদের স্টুডেন্ট আইডি দিয়ে ফলাফল দেখতে পারবে। জেলা ভিত্তিক ফলাফল ডাউনলোড করা যাবে dpe.gov.bd ওয়েব সাইট থেকে। এছাড়া বিস্তারিত মার্কশীটসহ পিএসসি ফলাফল জানা যাবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের রেজাল্ট সংক্রান্ত ওয়েব সাইট 180.211.137.51:5839 থেকে।
যেকোন মোবাইল ফোনের এসএমএস এর মাধ্যমে জানা যাবে প্রাথমিক সমাপনী এবং এবতেদায়ি সমাপনী পরীক্ষার রেজাল্ট। এসএমএস পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। যেকোন মোবাইল ফোনের মেসেজ অপশন থেকে — লিখে এসএমএস পাঠাতে হবে।
প্রাথমিক সমাপনী এবং এবতেদায়ি সমাপনী পরীক্ষার ফলাফল পুন:নিরীক্ষণের জন্য আবেদন করা যাবে টেলিটকের মাধ্যমে। পরীক্ষার রেজাল্ট প্রকাশের পর এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। নির্ধারিত সময়ের মধ্যে ফলাফল পুন:নিরীক্ষণ আবেদন সম্পন্ন করতে হবে।